১০৬ জনকে নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ১৮:৫০; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৮:১৬

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তিনটি পদে মোট ১০৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট।

পদসংখ্যা

মোট ১০৬ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি/ ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি/ ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এইচএসসি ও এসএসসি পরীক্ষায় তৃতীয় শ্রেণি (জিপিএ ২-এর নিচে) থাকা যাবে না।

বেতন

ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদের বেতন ২৪,৭০০/- টাকা (সাকুল্য)।

আবেদন ফি

১০০/- টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় লিখিত আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।

ঠিকানা : উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর, ২০২০।

সূত্র : ইত্তেফাক, ৩ নভেম্বর, ২০২০।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top