আইসিইউতে অপূর্ব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ১৬:২৭; আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৭:২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন চিকিৎসাধীন টেলিভিশন তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তার কভিড-১৯ পরীক্ষা করানো হয়।
গত মঙ্গলবার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগে শিহাব শাহীনের নির্মিতব্য একটি সিনেমায় এক দিনের শ্যুটিং করেছেন অপূর্ব। শিহাব শাহীন জানান, ‘শারীরিক অবস্থা খারাপ হলে অপূর্বকে আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।
সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘অপূর্বর কয়েকটি টেস্টও করা হয়। ব্লাড টেস্টের রেজাল্ট ভালো আসেনি।
এ ছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি। কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়ে যাচ্ছিল। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল ছিলেন। গত রাতের চেয়ে তার অবস্থা এখন কিছুটা ভালো।’ এর আগে মিজানুর রহমান আরিয়ানের একটি নাটকের সেটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে ছিলেন অপূর্বসহ পুরো ইউনিট সদস্যরা। নানা রকম সতর্কতা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন অপূর্ব। তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তার সহকর্মীরা।
বিষয়: অপূর্ব
আপনার মূল্যবান মতামত দিন: