মার্কিন নির্বাচনে এখনো লড়াই চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ২০:৫৭; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২২:৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের তৃতীয় দিন পার হলেও এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না, কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন? হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

এ ক্ষেত্রে বাইডেনের ‘ট্রাম্পকার্ড’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল নেভাদা অঙ্গরাজ্যকে। তবে জর্জিয়াসহ অন্য অঙ্গরাজ্যগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর পৌনে ১টা পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকা জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটের ব্যবধান কমিয়ে কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ায় এক লাখ ভোট গণনা বাকি ছিল। তখন ট্রাম্পের চেয়ে বাইডেনের ১৮ হাজার ৯৮ ভোট কম ছিল। আজ শুক্রবার দুপুরে দেখা যায়, ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র এক হাজার ৭৭৫ ভোটে পিছিয়ে রয়েছেন বাইডেন।

আরেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সাত লাখ ৮৪ হাজার ভোট গণনা বাকি ছিল। তখন ট্রাম্পের চেয়ে বাইডেনের এক লাখ ৬৪ হাজার ৪১৮ ভোট কম ছিল। আজ শুক্রবার দুপুরে দেখা যায়, ৮৯ শতাংশ ভোট গণনার পর ৬৪ হাজার ২৬১ ভোটে পিছিয়ে রয়েছেন বাইডেন।

নির্বাচনে এখনো জয়-পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। ফল ঘোষণার বাকি থাকা পাঁচ অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়াসহ চারটিতেই ট্রাম্প এগিয়ে রয়েছেন। শুধু নেভাদায় এগিয়ে রয়েছেন বাইডেন। ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। এগুলোতে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, জর্জিয়ায় ১৬টি, আলাস্কায় তিনটি ও নেভাদায় ছয়টি মহামূল্যবান ইলেকটোরাল ভোট আছে। গতকাল সারা দিন নেভাদাকে বাইডেনের ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ধরা হলেও এখন সবার নজর জর্জিয়ায়।

অন্যদিকে আবারও প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে নেভাদাসহ পাঁচটি অঙ্গরাজ্যের সব (৬০টি) ইলেকটোরাল ভোটই পেতে হবে।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top