ভোট গণনা থামাও : ট্রাম্প

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ০৭:৩২; আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৭:৫০

সাধারণ সময়ে প্রতিদিন দুই থেকে তিনটি কিংবা তারও বেশি স্ট্যাটাস দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ‘স্থির’ আছেন। প্রায় ১১ ঘণ্টা পর তিন শব্দের স্ট্যাটাসে ফেইসবুকে লিখেছেন, ‘ভোট গণনা থামাও।’

নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।

ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুললেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। বন্ধের দাবিতে এরই মধ্যে তিনি মামলা করেছেন।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ট্রাম্প নিজের ভাষণে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে তাদের বঞ্চিত করার চেষ্টায় আছে একদল বাজে লোক।’

‘আমরা বড় ধরনের উদ্‌যাপনের জন্য প্রস্তুত ছিলাম। সব কিছুই জিতছিলাম। হঠাৎ থামিয়ে দেওয়া হয়েছে।’

‘আমরা ‍যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।’




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top