প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবি’র দেড় লাখ কম্বল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ০৮:১৬; আপডেট: ২ অক্টোবর ২০২৩ ১৬:৫৭

দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লাখ কম্বল প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

গতকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির কর্মকর্তারা এই কম্বল প্রদান করেন।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে সেগুলো তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

এ ছাড়া, মুজিব শতবর্ষ ২০২০ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের গৃহীত কার্যক্রমের সচিত্র অ্যালবামও প্রদান করা হয়।

 



বিষয়: ইউসিবি


আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top